Wellcome to National Portal
Main Comtent Skiped

তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র

 

প্রবর্তনঃ ১৯৯৮ খ্রিঃ

 

মূল্যমানঃ ১,০০,০০০ টাকা; ২,০০,০০০ টাকা; ৫,০০,০০০ টাকা এবং ১০,০০,০০০ টাকা।

তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের বর্তমান মুনাফার হার
মেয়াদ উত্তীর্ণ হলে বিদ্যমান মুনাফার হার বিভিন্ন সঞ্চয়স্কীমের ক্রমপুঞ্জিত বিনিয়োগ ১৫,০০,০০০ টাকা পর্যন্ত হলে বিভিন্ন সঞ্চয়স্কীমের ক্রমপুঞ্জিত বিনিয়োগ ১৫,০০,০০১ টাকা হতে ৩০,০০,০০০ টাকা পর্যন্ত হলে বিভিন্ন সঞ্চয়স্কীমের ক্রমপুঞ্জিত বিনিয়োগ ৩০,০০,০০০ টাকার ঊর্ধে হলে
১ম বছরান্তে ১০.০০% ১০.০০% ৯.০৬% ৮.১৫%
২য় বছরান্তে ১০.৫০% ১০.৫০% ৯.৫১% ৮.৫৬%
৩য় বছরান্তে ১১.০৪% ১১.০৪% ১০.০০% ৯.০০%

কোথায় পাওয়া যায়ঃ জাতীয় সঞ্চয় ব্যুরো, বাংলাদেশ ব্যাংকসহ তফসিলী ব্যাংকসমূহ এবং ডাকঘর থেকে ক্রয় ও নগদায়ন করা যায়।

 

যারা ক্রয় করতে পারবেনঃ নিম্নে বর্ণিত যে কেউ এই সার্টিফিকেট ক্রয় করতে পারবেন, যথা-

(১)      একজন প্রাপ্তবয়স্ক;

(২)     একজন নাবালক;

(৩)     দুইজন প্রাপ্তবয়স্ক তাহাদের যৌথ নামে-

          (ক)     গ্রাহকদের যৌথভাবে প্রদেয় অথবা যে কোনো একজনের লিখিত সম্মতিতে অন্যজনকে প্রদেয়;

          (খ)     যে কোনো একজনকে প্রদেয়।

 

(৪)     একজন প্রাপ্তবয়স্ক-

          (ক)     একজন অপ্রাপ্তবয়স্কের পক্ষে, অথবা

          (খ)     যুগ্ম-নামে দুইজন অপ্রাপ্তবয়স্কের পক্ষে,

          (গ)     তিনি স্বয়ং একজন অপ্রাপ্তবয়স্কের সঙ্গে যুগ্ম-নামে,

          (ঘ)     যথাযথ আদালত কর্তৃক কোনো  উন্মাদ ব্যক্তির অভিভাবক বা ম্যানেজার  নিযুক্ত  হইয়া

সঞ্চয়পত্র ক্রয় পদ্ধতিঃ

•   নির্ধারিত ফরম (এস.সি-১) যথাযথভাবে পুরণপূর্বক ত্রেতা ও নমিনী (যদি থাকে) প্রত্যেকের ০২ (দুই) কপি ছবি, ক্রেতার জাতীয় পরিচয় পত্র অথবা পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন সনদের    

     ফটোকপিসহ আবেদন করতে হবে।

•    চেক অথবা নগদে সমপরিমাণ অর্থ পরিশোধ করতে হবে। তবে চেকের মাধ্যমে সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে চেক নগদায়নের তারিখে সঞ্চয়পত্র ইস্যু করা হবে;

 

[টীকা।- সঞ্চয়পত্র ক্রয় ফরমে জাতীয় পরিচয়পত্রের নম্বর অন্তর্ভূক্তি এবং কর্তৃপক্ষকে উহা প্রদর্শন বাধ্যতামূলক। ক্রেতা জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করিতে অপারগ হইলে সেই ক্ষেত্রে পাসপোর্ট  অথবা জন্মনিবন্ধন সনদের নম্বর অন্তর্ভূক্তি এবং কর্তৃপক্ষকে উহা প্রদর্শন বাধ্যতামূলক হইবে ।]

 

ক্রয়ের ঊর্ধ্বসীমাঃ একক নামে ৩০ লক্ষ অথবা যুগ্ম-নামে ৬০ লক্ষ টাকা।

 

মেয়াদঃ ৩ (তিন) বছর।

 

মুনাফার হারঃ মেয়াদান্তে মুনাফা ১১.০৪%।

মুনাফার ছক
সময়                 মুনাফার হার                                         প্রতি ১ (এক) লক্ষ টাকায় মূলসহ মুনাফার পরিমাণ     
১ম বছরান্তে ১০.০০% ১,১০,০০০.০০
২য় বছরান্তে ১০.৫০% ১,২১,০০০.০০
৩য় বছরান্তে ১১.০৪% ১,৩৩,১২০.০০

অন্যান্য সুবিধাঃ

                                 বর্তমানে সঞ্চয়পত্র সংক্রান্ত সকল লেনদেন অনলাইন ভিত্তিক

  • এ সঞ্চয়পত্র বাংলাদেশের যে কেউ ক্রয় করিতে পারিবেন;
  • নমিনী নিয়োগ করা যায়;
  • ক্রেতা মৃত্যুবরন করিলে নমিনী যেকোন সময় সঞ্চয়পত্র নগদায়ন করিতে পারিবেন। নমিনীর ইচ্ছানুযায়ী মেয়াদপূর্তির পূর্বে বা পরে সঞ্চয়পত্র নগদায়ন করিতে পারিবে;
  • সঞ্চয়পত্র হারিয়ে গেলে, পুড়িয়া গেলে বা নষ্ট হইলে ডুপ্লিকেট সঞ্চয়পত্র ইস্যু করা যায়;
  • সঞ্চয়পত্র এক অফিস হইতে অন্য অফিসে স্থানান্তর করা যায় (সঞ্চয় ব্যুরো হইতে সঞ্চয় ব্যুরো, ব্যাংক হইতে ব্যাংক এবং ডাকঘর হইতে ডাকঘর);
  • সঞ্চয়পত্র ক্রয়ের সময় জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন সনদপত্রের ফটোকপি এবং ক্রেতা ও নমিনী (যদি থাকে) প্রত্যেকের ০২ (দুই) কপি করিয়া পাসপোর্ট সাইজের ছবি দাখিল করিতে হইবে।